• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

মহানগর

ঢাকার প্রবেশমুখে পুলিশের তল্লাশি, আটক অর্ধশতাধিক

  • ''
  • প্রকাশিত ২৮ অক্টোবর ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশ পথে কেরানীগঞ্জের ব্যাপক তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তল্লাশির সময় আটক করা হয়েছে জামায়াতে ইসলামী ও বিএনপির প্রায় ৫০ জন নেতা-কর্মীকে।

শনিবার ভোর থেকে ঢাকার প্রবেশপথ কেরানীগঞ্জের চীন মৈত্রী সেতু দক্ষিণ প্রান্তের হাসনাবাদ, বুড়িগঙ্গার দ্বিতীয় সেতু কদমতলী ও বছিলা সেতুর দক্ষিণ প্রান্তের ঘাটারচর এলাকার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে ব্যাপক তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

সরেজমিনে ঘুরে দেখা যায়,পুলিশের ব্যাপক নজরদারি। বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করছে। এসময় যাত্রীদের মোবাইল চেক করতে দেখা যায়।
সন্দেহ হলেই আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা৷ এসময় যাত্রী, পথচারীদের ব্যাগ তল্লাশি ছাড়াও, তারা কোথা থেকে, কেন এসেছেন জানতে চাওয়া হচ্ছে।

বিএনপির একাধিক নেতা-কর্মী অভিযোগ করেন, পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগের নেতা-কর্মীরাও তাদের নেতা-কর্মীদের সমাবেশে যেতে বাধা দেওয়ার চেষ্টা করছে। পুলিশ আওয়ামীলীগের লোকজনকে তাদের সমাবেশে যেতে দিচ্ছে কিন্তু বিএনপির লোকজনকে আটক করছে।আমরা কোন স্বাধীন দেশে বাস করছি।

এদিকে বুড়িগঙ্গায় খেয়ানৌকা চলাচল বন্ধ। ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর বিভিন্ন খেয়া পারাপার আজ শনিবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল সাতটার দিকে সরেজমিন কেরানীগঞ্জের বরিশুড় বাজারঘাট, মান্দাইল বাজারঘাট, জিনজিরা ফেরিঘাট, আগানগর থানা ঘাট, আগানগর সেতু, নাগরমহল ঘাট ও পূর্ব আগানগর গুদারাঘাট, হাসনাবাদ,মীরেরবাগসহ বেশ কয়েকটি ঘাটে গিয়ে দেখা যায়, ঘাটে কোনো নৌকা ভেড়ানো নেই। ঘাটের পার্শ্ববর্তী স্থানে নৌকা খুঁটির সঙ্গে বেঁধে রাখা। নৌকাগুলো মাঝিশূন্য অবস্থায় পড়ে আছে। ঘাটগুলোয় পুলিশ সদস্যদের পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা পাহারায় আছেন।

আগানগর ব্রিজঘাট এলাকায় নৌকার জন্য অপেক্ষারত নাম প্রকাশ না করার শর্তে এক যাত্রী বলেন, ‘আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো। নয়টা থেকে ঘাটে দাঁড়িয়ে আছি। এখন বাধ্য হয়ে বাসায় ফিরে যাচ্ছি।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশে নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানান মাঝিরা।

এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, রাজধানীতে আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সমাবেশের এজন্য আমাদের এই তল্লাশি । এই কর্মসূচিকে ঘিরে উদ্দেশ্যমূলকভাবে কেউ যেন ঢাকায় প্রবেশ করে নাশকতা বা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে, সে জন্য যানবাহনে তল্লাশি করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads